লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৭ বাংলাদেশি
ঢাকা, ২২ অক্টোবর (হি. স.) : সমুদ্রপথে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশকারী বাংলাদেশের ১৫৭ নাগরিক মঙ্গলবার দেশে ফিরেছেন। মানব পাচারকারীদের দুষ্টচক্রের ফাঁদে পড়ে তারা সবাই সেখানে পৌঁছয়। বাংলাদেশের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৭ বাংলাদেশি


ঢাকা, ২২ অক্টোবর (হি. স.) : সমুদ্রপথে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশকারী বাংলাদেশের ১৫৭ নাগরিক মঙ্গলবার দেশে ফিরেছেন। মানব পাচারকারীদের দুষ্টচক্রের ফাঁদে পড়ে তারা সবাই সেখানে পৌঁছয়। বাংলাদেশের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের সবাইকে ফেরত পাঠানোর কাজটি যৌথভাবে করেছে এবং এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছে।

এই সমস্ত নাগরিক বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে ফিরে এসেছেন। এদিন ভোর ৪টা ২৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিদেশ মন্ত্রকের তরফে জানা গেছে, আইওএম এই ব্যক্তিদের প্রত্যেককে ৬,০০০ টাকা অনুদান, খাদ্য সামগ্রী এবং ওষুধ ইত্যাদি প্রদান করেছে এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande