শুক্রে ধস শেয়ার বাজারে, ব্যাপক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা
মুম্বই, ২৫ অক্টোবর (হি. স.) : সপ্তাহের শেষ দিনে শুক্রবার ধস ভারতের শেয়ার বাজারে। বাজার বন্ধ হওয়ার আগেই এক শতাংশের বেশি পড়ল নিফটি। একই পরিস্থিতি হয়েছে সেনসেক্সে। মিড ক্যাপ পড়েছে ১৭০০ পয়েন্ট। শুক্রে ১০ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা। সপ্ত
শেয়ার মার্কেট


মুম্বই, ২৫ অক্টোবর (হি. স.) :

সপ্তাহের শেষ দিনে শুক্রবার ধস ভারতের শেয়ার বাজারে। বাজার বন্ধ হওয়ার আগেই এক শতাংশের বেশি পড়ল নিফটি। একই পরিস্থিতি হয়েছে সেনসেক্সে। মিড ক্যাপ পড়েছে ১৭০০ পয়েন্ট। শুক্রে ১০ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা।

সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে আবারও ভারতীয় স্টক মার্কেটে তীব্র পতন দেখা গেছে। হঠাৎ করেই বাজারে প্রফিট বুকিংয়ের কারণে তীব্র পতন হয়েছে। দিনের উচ্চতা থেকে সেনসেক্স ৬০০ পয়েন্ট এবং নিফটি ২০০ পয়েন্টের বেশি কমেছে। আজকের সেশনে, আবারও বিক্রির বড় ধাক্কা মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকগুলিতে দেখা গেছে। বাজার খোলার এক ঘণ্টার মধ্যে বিনিয়োগকারীরা ৬ লাখ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বিনিয়োগকারীরা ১০ লক্ষ কোটি টাকা হারিয়েছে। শেয়ারবাজারে তীব্র পতনের কারণে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande