।। রাজীব দে ।।
ঢাকা, ২৮ অক্টোবর (হি.স.) : রাজনৈতিক দল হিসেবে আওয়ামি লিগ-এর সব ধরনের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হাইকোর্টে রিট আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।
আজ সোমবার সকালে তাঁরা এই রিট দায়ের করেছেন। জানা গেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। আইনজীবী আহসানুল করিম জানান, বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মহম্মদ মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে।
আইনজীবী আহসানুল করিম জানান, আওয়ামি লিগ যাতে কোনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে জন্য এই রিটে আবেদন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলিগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল। তার আগেই তাদের দাবি পূরণ করে অন্তর্বর্তী সরকার।
এর আগে গত আগস্টে আওয়ামি লিগকে নিষিদ্ধ চেয়েও একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত বেঞ্চ তা খারিজ করে দেয়। আওয়ামি লিগের ভ্রাতৃ সংগঠন বাংলাদেশ ছাত্রলিগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে গত ২৩ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রালয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস