খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ঢাকায় ভারতের বিদেশমন্ত্রী, স্বাগত জানালেন বাংলাদেশের বিদেশ সচিব
ঢাকা, ৩১ ডিসেম্বর ( হি. স.) : প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া । তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়
খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ঢাকায় ভারতের বিদেশমন্ত্রী, স্বাগত জানালেন বাংলাদেশের বিদেশ সচিব


ঢাকা, ৩১ ডিসেম্বর ( হি. স.) : প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া । তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকার বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন।

ভারত সরকার ও ভারতীয়দের প্রতিনিধি হয়ে বাংলাদেশের প্রয়াত প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন এস জয়শঙ্কর।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তাঁর বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটির ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande