নিউইয়র্ক, ৩০ অক্টোবর (হি.স.): আমেরিকা তথা নিউইয়র্কের ইতিহাসে এই প্রথমবার দীপাবলি উপলক্ষ্যে নিউইয়র্কের স্কুলে ছুটি থাকবে। ১ নভেম্বর দীপাবলি উপলক্ষ্যে নিউইয়র্কের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রথমবার দীপাবলিতে নিউইয়র্কের স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
ইন্টারন্যাশনাল এফেয়ার্স-এর জন্য মেয়র অফিসের ডেপুটি কমিশনার দিলীপ চৌহান জানিয়েছেন, এই বছরের দীপাবলি একটু বিশেষ। নিউইয়র্ক শহরের ইতিহাসে এই প্রথমবার দীপাবলি উৎসব উপলক্ষ্যে শুক্রবার, ১ নভেম্বর নিউইয়র্ক শহরের সমস্ত স্কুল বন্ধ থাকবে। দীপাবলিতে ছুটি ঘোষণা করার জন্য মেয়র এরিক অ্যাডামসকে ধন্যবাদ জানিয়েছেন দিলীপ চৌহান।
হিন্দুস্থান সমাচার / রাকেশ