গুয়াহাটি, ২০ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার নাম বদল করে অসম সরকার শ্ৰীভূমি নাম দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) অসম প্রান্ত।
অসম তথা ভারতবৰ্ষের বিভিন্ন অঞ্চলের নাম এভাবে কিছু নামে নামাঙ্কিত করা হচ্ছে, যে সব নামের অভিধানিক অৰ্থ কোনও ভাষায় পাওয়া যায় না। সেভাবে কোনও এক ব্যক্তির নামে নামাঙ্কিত করা হয়েছিল করিমগঞ্জকে।
উল্লেখ্য স্বাধীনতার আগে ১৯১৯ সালে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্ৰনাথ ঠাকুর এই ভূমিকে ‘সুন্দরী শ্ৰীভূমি’ বলে আখ্যা দিয়েছিলেন।
অবশেষে অসম সরকার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে একটি আভিধানিক অৰ্থসম্পন্ন এবং কবিগুরুর স্মৃতিবিজরিত নাম রাখার যে সিদ্ধান্ত গ্ৰহণ করেছে তাকে স্বাগত জানাচ্ছে অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদ অসম প্ৰদেশ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস