কোকরাঝাড় (অসম), ২০ নভেম্বর (হি.স.) : ‘দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট ২০১২’ (পোকসো)-এর বলে এক অভিযুক্তকে ২০ বছরের সশ্ৰম কারাদণ্ড দিয়েছে কোকরাঝাড় জেলা ও দায়রা আদালত।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর মনজিৎ কুমার ঘোষ জানান, কোকরাঝাড় সদর থানায় ২০১৪ সালের ২০৬/২০১৪ নম্বরের একটি যৌন নিপীড়ন মামলায় দোষী সাব্যস্ত দেবজিৎ বর্মণকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তথা বিশেষ বিচারক (পোকসো) এই রায় দিয়েছেন। ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা অাদায়ে অতিরিক্ত এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারপতি।
মনজিৎ ঘোষ জানান, দেবজিৎ বর্মণের বিরুদ্ধে অভিযোগ ছিল, সে একটি নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করেছিল। ২০১৪ সালের ১৪ মে ভুক্তভোগিণীর বাবা-মা তাঁদের নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে দেবজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে দেবজিৎ বর্মণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় গ্রেফতার করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস