উত্তরবঙ্গের পাঁচজন ছাত্র পরীক্ষায় বসবে এবং ক্লাস করবে - আদালতের নির্দেশ 
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.): থ্রেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৫ জন ছাত্রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ তাদের সকলেই। বুধবার এই মামলার শুনানি ছিল। খারিজ হয়ে যায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এর ফলে
উত্তরবঙ্গের পাঁচজন ছাত্র পরীক্ষায় বসবে এবং ক্লাস করবে - আদালতের নির্দেশ 


কলকাতা, ২০ নভেম্বর (হি. স.): থ্রেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৫ জন ছাত্রকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ তাদের সকলেই। বুধবার এই মামলার শুনানি ছিল। খারিজ হয়ে যায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এর ফলে আপাতত ৫ ছাত্রের আর কোনও সমস্যা থাকছে না। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলাটি চলে। এদিন থেকেই তাদের পড়াশোনা চলবে এবং ক্লাস করার নির্দেশ দিয়েছেন বিচারক। শুধু তাই নয়, সংশ্লিষ্ট পাঁচজন ছাত্র ক্লাস করা ও পরীক্ষাতে বসার জন্যই যাবে তারা। এছাড়াও অন্য সময় সেখানেই যাওয়ার ক্ষেত্রে অনুমতি নেই আদালতের। প্রসঙ্গতঃ দক্ষিণবঙ্গের ৫২ ছাত্রকে এভাবেই এর আগে হুমকি সংস্কৃতির আমদানি করা হয়েছে এই অভিযোগে সাসপেন্ড করা হয়। এদিকে, এর পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ও বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তা জানিয়েছেন। তিনি আরও বলেন, কোনও সমস্যা নেই। রাজ্য সরকার সবসময়ই তাদের পাশেই রয়েছে। রেসিডেন্সিয়াল মেডিক্যাল এ্যসোসিয়েশন এই অভিযোগ তোলে এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কাউন্সিলও তা মেনেই নেয়। অভিযুক্তদের পক্ষে আইনী লড়াইয়ে নামেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande