পথ দুর্ঘটনা রোধে গাড়ির স্বাস্থ্য পরীক্ষায় উদ্যোগ নিল বাগনান পুলিশ
হাওড়া, ২০ নভেম্বর(হি.স.):পথ দুর্ঘটনা রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল হাওড়ার বাগনান থানা। বুধবার সেভ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে আষাড়িয়ায় একটি কারখানায় শ্রমিক এবং গাড়ি চালকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় গাড়ি
পথ দুর্ঘটনা রুখতে পুলিশের উদ্যোগ


হাওড়া, ২০ নভেম্বর(হি.স.):পথ দুর্ঘটনা রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল হাওড়ার বাগনান থানা। বুধবার সেভ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে আষাড়িয়ায় একটি কারখানায় শ্রমিক এবং গাড়ি চালকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় গাড়ির স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে চালকদের সচেতন করা হয়।

বাগনান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) অভিজিৎ দাস জানান, অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার কারণ গাড়ির ত্রুটি। ব্রেক, এক্সিলেটর কিংবা টায়ারের হাওয়া সঠিক না থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “গাড়ি চালানোর আগে কয়েকটি প্রাথমিক বিষয় পরীক্ষা করলেই দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমানো সম্ভব। চালকদের এই বিষয়ে সচেতন করতে আজকের কর্মশালার আয়োজন করা হয়েছে।”

পুলিশের এই উদ্যোগ হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়ার নির্দেশে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বাগনান থানা এলাকার উপর দিয়ে যাওয়া ১৬ নম্বর জাতীয় সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে কয়েকটি ক্ষেত্রে গাড়ির ত্রুটি প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

কর্মশালায় উপস্থিত উলুবেড়িয়া ট্রাফিক ইন্সপেক্টর এম কে ব্যানার্জি চালকদের গাড়ি চালানোর আগে কীভাবে গাড়ির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করতে হয় তা হাতে-কলমে দেখিয়ে দেন। পাশাপাশি, কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের সচেতন থাকার এবং সড়ক পারাপারের সময় ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে চালকদের নিজের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার আহ্বান জানানো হয়। পুলিশের এই উদ্যোগে হাওড়ার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন সচেতনতা কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande