কলকাতা, ২০ নভেম্বর(হি.স.):ভারতের উপকূলীয় নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে বুধবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহড়া ‘সী ভিজিল ২০২৪’। এই মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনী, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা এবং জাতীয় ক্যাডেট কর্পস (এনসিসি)। ভারতের সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য আন্তঃসংস্থা সমন্বয়ের গুরুত্ব এবং নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরতে এই মহড়ার আয়োজন করা হয়েছে।
মহড়ার কৌশলগত পর্যায়ের সূচনা হয় কলকাতার মেরিটাইম অপারেশন সেন্টারে (এমওসি) স্থাপিত যৌথ সমন্বয় কেন্দ্রে (জেসিসি) একটি উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে। বৈঠকটি পরিচালনা করেন নৌ অফিসার-ইন-চার্জ (পশ্চিমবঙ্গ) [এনওআইসি (ডব্লিউবি)]। বৈঠকে অংশ নেন সংশ্লিষ্ট সমস্ত সংস্থার প্রতিনিধি। বিস্তারিত ন্যাভিগেশন চার্ট ব্যবহার করে সম্পদ মোতায়েন এবং মহড়া পরিচালনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নদী ও উপকূলীয় এলাকায় টহলদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর দ্রুতগামী টহল নৌযান এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিশেষ নৌযান। এছাড়া, মহড়ার অংশ হিসেবে বন্দর নিরাপত্তা বাড়ানো হয়েছে, যেখানে অংশ নিয়েছে বিভিন্ন সংস্থা।
‘সী ভিজিল ২০২৪’-এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ। নদী অঞ্চলে টহলদারির কাজে যুক্ত ক্যাডেটদের মহড়ার সময় নৌবাহিনীর কর্মীরা বিভিন্ন সম্পদ এবং নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা সম্পর্কে অবহিত করেন। এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।
এই মহড়া উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে আন্তঃসংস্থা সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। ভারতের বিশাল উপকূলীয় সীমান্ত রক্ষার দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার পাশাপাশি এই মহড়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়