কলকাতা - ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস আপাতত বাতিল 
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : পূর্ব ঘোষণা না হওয়া পর্যন্ত কলকাতা ও ঢাকা, বাংলাদেশ এর মধ্যে যাতায়াতকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস এর চলাচল বন্ধ থাকছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এর দফতরের
কলকাতা - ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস আপাতত বাতিল 


কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : পূর্ব ঘোষণা না হওয়া পর্যন্ত কলকাতা ও ঢাকা, বাংলাদেশ এর মধ্যে যাতায়াতকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস এর চলাচল বন্ধ থাকছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এর দফতরের তরফেও ইস্যু করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে। অস্থায়ী ভাবে আপাতত তা বাতিল। তবে এনিয়ে সুনির্দিষ্টভাবে কোনও দিন আগে থেকে ঘোষণা করা হয় নি। রেক সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, (১৩১০৭/১৩১০৮) ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা পর্যন্ত সপ্তাহে তিনদিন চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশের রেক যাতায়াত করে এবং (১৩১০৯/১৩১১০)ভারত তথা কলকাতা ও বাংলাদেশের মধ্যে তা দুদিন যাতায়াত করে ভারতীয় রেলওয়ের রেক। অন্যদিকে, (১৩১২৯/১৩১৩০) ভারতীয় রেলের তরফে রেক মিলবে না। উল্লেখ্য, খুলনা ও কলকাতার মধ্যেই চলাচল করে থাকে বন্ধন এক্সপ্রেস।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande