শীশমহল বিতর্কে কেজরির বাড়ির বাইরে বিক্ষোভ বিজেপির, তোপ কৈলাশের 
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): শীশমহল বিতর্কে দিল্লিতে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। বৃহস্পতিবার কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিপুল সংখ
শীশমহল বিতর্কে কেজরির বাড়ির বাইরে বিক্ষোভ বিজেপির, তোপ কৈলাশের


নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): শীশমহল বিতর্কে দিল্লিতে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। বৃহস্পতিবার কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিপুল সংখ্যক বিজেপি কর্মীরা। নেতৃত্ব দেন বীরেন্দ্র সচদেবা, মনোজ তিওয়ারি, কৈলাশ গেহলট প্রমুখ।

আম আদমি পার্টি ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া কৈলাশ গেহলট বলেছেন, আমরা এখানে 'শীশ মহল' ইস্যুতে প্রতিবাদ করতে এসেছি। আমি যখন অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখেছিলাম, তখন আমি স্পষ্ট লিখেছিলাম যে শীশমহল নিয়ে বিতর্ক তৈরি করা সত্যিই দুর্ভাগ্যজনক। এএপি-র মূল নীতির সঙ্গে আপস করার এটি একটি উদাহরণ। কৈলাশ আরও বলেছেন, আমি মনে করি এবার দিল্লিতে বিজেপি সরকার গঠন করবে। দিল্লিতে কাজ না করায় মানুষ সমস্যায় পড়েছে - নর্দমা উপচে পড়ছে, পানীয় জল সরবরাহ করা হচ্ছে না, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে দিল্লির জনতা এবার বিজেপিকে জয়ী করবে।

'শীশ মহল' বিতর্ক নিয়ে এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের কাছে বিক্ষোভ করার সময় দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং দলীয় কর্মীরা-সহ কয়েকজন বিজেপি নেতাকে পুলিশ আটক করেছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande