ওয়েভস ওটিটি-র নেপথ্যের ধারণা সমাজের সর্বস্তরের জন্য বিষয়বস্তু সরবরাহ : নবনীত সেহগাল 
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): দূরদর্শনের স্মৃতিমেদুর দিনগুলি দর্শকদের সামনে তুলে ধরার জন্য ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম ক্ষেত্রে প্রবেশ করেছে প্রসার ভারতী। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম 'ওয়েভস' বুধবার সন্ধ্যায় ৫৫-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস
নবনীত সেহগাল


নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): দূরদর্শনের স্মৃতিমেদুর দিনগুলি দর্শকদের সামনে তুলে ধরার জন্য ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম ক্ষেত্রে প্রবেশ করেছে প্রসার ভারতী। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম 'ওয়েভস' বুধবার সন্ধ্যায় ৫৫-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করেছে। এই ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে বৃহস্পতিবার প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল বলেছেন, নতুন ওটিটি প্ল্যাটফর্ম চালু করার নেপথ্যে ধারণাটি কেবলমাত্র ডিজিটাল স্পেসে স্বাস্থ্যকর বিষয়বস্তু নিয়ে আসা নয়, শিশু এবং যুবসমাজ-সহ সমাজের সকল শ্রেণীর জন্য বিষয়বস্তু সরবরাহ করা।

প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম 'ওয়েভস' আত্মপ্রকাশ পাওয়ার একদিন পর এক সাংবাদিক সম্মেলনে সেহগাল জানান, এই প্ল্যাটফর্মে দূরদর্শন অনুষ্ঠানগুলির সমস্ত সংরক্ষণাগার সামগ্রী থাকবে যা, লোকজন দেখে বড় হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ঐতিহ্যকে কেন্দ্র করে আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী বলেছেন, ওটিটি প্ল্যাটফর্ম চালু করার পিছনে প্রেরণা হল সর্বাধিক দর্শকদের কাছে পৌঁছনো। দ্বিবেদী যোগ করেছেন, একটি জাতীয় সম্প্রচারকারী হিসাবে প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম, যা প্রাথমিকভাবে প্রায় দশটি ভাষায় বিষয়বস্তু প্রদর্শন করবে, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ভাষা এবং উপভাষায় প্রোগ্রামগুলিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande