অনূর্ধ্ব - ১৫, মহিলা ক্রিকেটের একদিনের খেলায় জয়ী বাংলা কোয়ার্টার ফাইনালে 
কলকাতা, ২৯ নভেম্বর (হি. স.) অপরাজেয় বাংলা। অনূর্ধ্ব - ১৫, একদিনের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলার মেয়েরা। অরুণাচলপ্রদেশ'কে ৩৭০ রানে হারিয়ে দিয়েছে। প্রথম ব্যাটিং করে বাংলা দল। তাদের সংগ্রহ ৩৫ ওভারে পাঁচ উইকেটে ৩৮৭ রান।অদ্রিজা সরকার সর্
বাংলা দল জিতে কোয়ার্টার ফাইনালে


কলকাতা, ২৯ নভেম্বর (হি. স.) অপরাজেয় বাংলা। অনূর্ধ্ব - ১৫, একদিনের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলার মেয়েরা। অরুণাচলপ্রদেশ'কে ৩৭০ রানে হারিয়ে দিয়েছে। প্রথম ব্যাটিং করে বাংলা দল। তাদের সংগ্রহ ৩৫ ওভারে পাঁচ উইকেটে ৩৮৭ রান।অদ্রিজা সরকার সর্বোচ্চ ১০৬ রানের এক ইনিংস উপহার দেয়। অধিনায়ক সন্দীপ্তা পাত্র - ৯০, ঈশিতা সাহা - ৪৩ রান করে। বোলার দেবযানী দাস - ৪ টি, স্নিগ্ধা বাগ - ৪টি ও প্রত্যুষা দে - ২টি উইকেট নেন। প্রতি ওভারে বাংলা দল ১১. ৩ রান করে তুলে নিয়েছে। এর জবাবে খেলতে নেমে ধীরে চলো নীতি গ্রহণ করে বিপক্ষের খেলোয়াড়েরা। ২৩.৫ ওভারে লড়াইয়ে থাকলেও উইকেট আটকে খেলতে ব্যর্থ। মাত্র ১৭ রানেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। এই জয়ের পরিপ্রেক্ষিতেই বাংলা দলের মেয়েরা এগিয়ে গেল। পরপর পাঁচটি খেলায় জিতে বাংলা ২০ পয়েন্ট সংগ্রহ করেছে। সি - গ্রুপ শীর্ষে রয়েছে বাংলা। পরবর্তী পর্যায়ে তারা খেলবে কোয়ার্টার ফাইনালে। আটজন ব্যাটসম্যান তাদের পুরোপুরি ব্যর্থ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande