
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : বিজয় হাজারে ট্রফিতে এলিট, পর্ব শুরর অপেক্ষা। সিনিয়র বাংলা দল সোমবার ঘোষিত হল । আগামী বুধবার খেলা। গুজরাটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড - 'এ' রাজকোটে বাংলা দল উদ্বোধনী খেলায় বিদর্ভের মুখোমুখি হতে চলেছে। ইতিমধ্যেই বাংলা দল সেখানে পৌঁছে গিয়েছে। সোমবার পুরোদমেই অনুশীলন সেরেছে। উল্লেখ্য, (বাংলা দল) ঘোষণা করা হয়েছে। নেতৃত্বে রয়েছে - অভিমন্যু ঈশ্বরণ। সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল (উইকেট রক্ষক), সুমন্ত গুপ্ত, সুমিত নাগ, চন্দ্রহাস দাশ, শাহবাজ আহমেদ, করণ লাল, মহম্মদ শামি, সায়ন ঘোষ, আকাশদীপ, রবি কুমার, মুকেশ কুমার, আমির গানি, বিশাল ভাটি ও অঙ্কিত মিশ্র।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত