ভুটানের ১১৭-তম রাষ্ট্ৰীয় দিবস উদযাপন সমারোহে অংশগ্রহণ সপত্নীক মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব
ভুটানের ১১৭-তম রাষ্ট্ৰীয় দিবস উদযাপন সমারোহে অংশগ্রহণ সপত্নীক মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব
চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং এবং অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা


১১৭-তম রাষ্ট্ৰীয় দিবসের বর্ণাঢ্য সমারোহ


শুভেচ্ছা বিনিময়


রাজভবনের পথে ড. হিমন্তবিশ্ব শর্মা


প্ৰধানমন্ত্ৰী দাশো শেরিং টোবগের বাসভবনে


থিমফু, ১৭ ডিসেম্বর (হি.স.) : ভুটানের ১১৭-তম রাষ্ট্ৰীয় দিবস উদযাপন সমারোহে অংশগ্রহণ করেছেন ভারতের অঙ্গরাজ্য উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। রয়েল ভুটান সরকারের আমন্ত্ৰণে চারদিবসীয় সফর কার্যসূচি নিয়ে সপত্নীক এ দেশে এসেছেন অসমের মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা।

আজ মঙ্গলবার এখানে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের একটি অসমের সঙ্গে ভুটানের মধ্যে বিদ্যমান ঐতিহ্যপূৰ্ণ সম্পৰ্ককে আরও অধিক সুদৃঢ় করতে নানা বিষয়ে গুরুত্বপূৰ্ণ আলোচনায় বসেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব। ভুটানের নাগরিকদের আঞ্চলিক অৰ্থনৈতিক সহ সার্বিক উন্নয়নের পরিপ্ৰেক্ষিতে ভারত-ভুটানের সহযোগিতা বৃদ্ধির বিষয় উভয়ের আলোচনায় বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে।

এদিকে আজ ছিল ভুটানের ১১৭-তম রাষ্ট্ৰীয় দিবসের বর্ণাঢ্য উদযাপন সমারোহ। রাষ্ট্ৰীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা এবং তাঁর সহধৰ্মিণী রিনিকি ভুইয়াঁ শৰ্মা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্ৰহণ করেছেন। অংশগ্রহণ করেছেন আরেক আমন্ত্রিত অতিথি শ্রী সদগুরু।

১১৭-তম রাষ্ট্ৰীয় দিবসের বর্ণাঢ্য উদযাপন সমারোহ অনুষ্ঠিত হয়েছে চাংলিমিথাং স্টেডিয়ামে। অনুষ্ঠানে মনোরম ভুটানের সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্য পরিবেশন করেছেন ভুটানের শিল্পীরা।

রাষ্ট্ৰীয় দিবস উদযাপন কার্যসূচির পর ভুটানের প্ৰধানমন্ত্ৰী দাশো শেরিং টোবগের বাসভবনে আয়োজিত মধ্যাহ্ন ভোজন করেন মুখ্যমন্ত্ৰী ড. শর্মা এবং তাঁর সহধৰ্মিণী রিনিকি ভুইয়াঁ শর্মা। এর পর সহধৰ্মিণীকে সঙ্গে নিয়ে থিমফুৰ কুয়েনরাই প্ৰেক্ষাগৃহে ভগবান গৌতম বুদ্ধের প্ৰতিমূৰ্তির সামনে প্রদীপ প্ৰজ্বলন করে সশ্ৰদ্ধ প্ৰণাম করেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande