রাশিয়ার একাধিক বহুতলে ড্রোন হামলা ইউক্রেনের
মস্কো, ২১ ডিসেম্বর (হি. স.) : রাশিয়ার কাজানে একাধিক বহুতলে ড্রোন হামলা চালাল ইউক্রেন । অনেকটা ৯/১১-র ধাঁচেই বহুতলগুলিতে হামলা চালানো হয়েছে বলে দাবি। শনিবার সকাল থেকে ধাপে ধাপে ড্রোন হামলা হয়েছে। সম্প্রতি রাশিয়ার ‘ব্রিকস’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই
রাশিয়ার একাধিক বহুতলে ড্রোন হামলা ইউক্রেনের


মস্কো, ২১ ডিসেম্বর (হি. স.) : রাশিয়ার কাজানে একাধিক বহুতলে ড্রোন হামলা চালাল ইউক্রেন । অনেকটা ৯/১১-র ধাঁচেই বহুতলগুলিতে হামলা চালানো হয়েছে বলে দাবি। শনিবার সকাল থেকে ধাপে ধাপে ড্রোন হামলা হয়েছে।

সম্প্রতি রাশিয়ার ‘ব্রিকস’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই শহরেই। সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত কাজান শহরটি। মস্কোর দাবি, ইউক্রেন এই ড্রোন হামলা চালিয়েছে। যদিও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোনকে তৎপরতার সঙ্গে ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। তবে নিজেদের নিরাপত্তা নীতির স্বার্থে এই হামলা নিয়ে কিছু জানায়নি ইউক্রেন।

প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মোট ৮টি ড্রোন কাজান শহরে হামলা চালিয়েছে। যার মধ্যে ৬টি ড্রোনই হামলা চালিয়েছিল আবাসিক বহুতলগুলিতে। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয় কাজান বিমানবন্দরে। এমনকি শনি ও রবিবার সমস্ত সমাবেশও বাতিল করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande