এখনই কার্যকর হচ্ছে না বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.) : জীবনবিমা এবং স্বাস্থবিমার প্রিমিয়ামে জিএসটি হার কমানোর কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হল না। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমার প্রিমিয়ামের উপর প্রযোজ্য কর
এখনই কার্যকর হচ্ছে না বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত


নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.) : জীবনবিমা এবং স্বাস্থবিমার প্রিমিয়ামে জিএসটি হার কমানোর কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হল না। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমার প্রিমিয়ামের উপর প্রযোজ্য করের হার কমানোর সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। কাউন্সিলের ৫৫-তম বৈঠকের শেষে একথা জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্মাট চৌধুরি।

এদিনের জিএসটি কাউন্সিলের বৈঠকে করের হারের পরিবর্তন আনা হয়েছে অন্য বেশ কয়েকটি পণ্যের উপর। নুন-মশলা মাখানো প্যাকেট করা নয়, এমন পপকর্ন বা ভুট্টাভাজার উপর ৫ শতাংশ জিএসটি বসছে। প্যাকেট করার আগে ভুট্টাদানার উপর ১২ শতাংশ জিএসটি এবং ক্যারামেল কোটেড পপকর্নের উপর ১৮ শতাংশ জিএসটি চাপছে।

ব্যবহৃত গাড়ি বা বিদ্যুৎচালিত গাড়িতে জিএসটির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এই ক্ষেত্রে জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এই হার যে কোনও তেলচালিত পুরনো অথবা ব্যবহৃত গাড়ি এবং বিদ্যুৎচালিত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে।কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে পোশাকের উপর। দেড় হাজার টাকার মধ্যে দামের পোশাকে ৫ শতাংশ, ১০ হাজার টাকা দামের উপরের বস্ত্রশিল্পের ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি ধার্য করার প্রস্তাব এসেছে। বোতলবন্দি জল এবং সাইকেলে ১০ হাজার টাকার নীচে দামের ক্ষেত্রে জিএসটি কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে।

এদিকে পোশাক-বস্ত্রে ২৮ শতাংশ জিএসটি নিয়ে বেজায় চটেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বিশ্ববিখ্যাত কাশ্মীরি শালে যদি ২৮ শতাংশ জিএসটি দিতে হয়, তাহলে এই শিল্প আপনা আপনিই মরে যাবে। এটা শুধু রাজ্যের মানুষের রুজি-রোজগার নয়, এটা জম্মু-কাশ্মীরের একটি আন্তর্জাতিক পরিচয়।”

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande