দ্রুতগামী লোডারের ধাক্কায় নিহত তিন বাইকারোহী
রায়বরেলি, ২২ ডিসেম্বর (হি.স.): শনিবার গভীর রাতে দ্রুতগামী একটি লোডারের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি বাইকে করে এক দম্পতি ও আরও একজন মহিলা যাচ্ছিলেন। সামনে থেকে আসা একটি লোডার তাদের ধাক্কা দেয়। তাতে তিনজনেরই মৃত্যু
Accident


রায়বরেলি, ২২ ডিসেম্বর (হি.স.): শনিবার গভীর রাতে দ্রুতগামী একটি লোডারের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি বাইকে করে এক দম্পতি ও আরও একজন মহিলা যাচ্ছিলেন। সামনে থেকে আসা একটি লোডার তাদের ধাক্কা দেয়। তাতে তিনজনেরই মৃত্যু হয় বলে জানা গেছে। ওই দুর্ঘটনার পর থেকে লোডার চালক পলাতক বলে জানা গেছে।

জানা গেছে, উত্তর প্রদেশের গদাগঞ্জ থানা এলাকার লালগঞ্জ-উনছাহার সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের নাম অশোক (৫০), তাঁর স্ত্রী লীলা (৪৫) এবং তাঁর ছোট ভাইয়ের স্ত্রী কবিতা (৩০)। ঘাতক লোডারের চালকের খোঁজ করছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande