নয়াদিল্লি ও কুয়েত, ২২ ডিসেম্বর (হি.স.): কুয়েত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল সাবাহ-এর কাছ থেকে 'দ্য অর্ডার অফ মুবারক আল কবীর' সম্মান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, শনিবার দুদিনের সফরে কুয়েতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নরেন্দ্র মোদীকে সেদেশে 'গার্ড অব অনার' দেওয়া হয়। সেখানে এদিন আনুষ্ঠানিক অভ্যর্থনাও জানানো হয় তাঁকে।
উল্লেখ্য, ১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তারপর আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে যাননি। ৪৩ বছর পর কুয়েতের যুবরাজ আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের-আল-সাবাহের আমন্ত্রণে মোদী শনিবার কুয়েত যান।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ