কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : আরামবাগ উৎসবের সূচনা করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। উদ্বোধনী পর্বে তিনি বলেন, অগ্রগতির শহর হোক আরামবাগ। আরও সুন্দর হোক এই শহর। কেন্দ্রীয় পুরভবন থেকে ভার্চুয়াল মাধ্যমেই বৃহস্পতিবার তা উদ্বোধন করেছেন তিনি। মেয়র এই উৎসবের উদ্বোধনের অব্যবহিত পরেই শহরের সর্বাঙ্গীন সুন্দর কামনা করে বলেন, আরামবাগ শহর ছাড়িয়ে সংলগ্ন এলাকার পাশাপাশি নিকটবর্তী ব্লকের দিকেই এগিয়ে চলেছে পরিষেবা। জঞ্জালের পাহাড় করা চলবে না। এলাকার পরিস্থিতি ভাগাড় করে ফেলা কাম্য নয়। বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলে এলাকা দূষিত করা যাবে না। এই মুহূর্তে আরামবাগ শহরের এই সমস্যা সবচেয়ে বড়। ইতিমধ্যেই এই নিয়ে সেখানে পুরমন্ত্রী বৈঠক ও সেসেরেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ওই সমস্যার সমাধানকল্পে দ্রুত হস্তক্ষেপ করতে জেলাশাসক সহ সদর মহকুমা শাসক ও পুরসভার চেয়ারম্যানকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি - উৎসবের সূচনা অনুষ্ঠানে ফের তা উল্লেখ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত