“তাঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত”, মনমোহন সিংকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে স্তম্ভিত এবং দুঃখিত। আমি তাঁর
মনমোহন সিং


কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে স্তম্ভিত এবং দুঃখিত। আমি তাঁর সাথে কাজ করেছি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাকে খুব কাছ থেকে দেখেছি। তাঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত, এবং দেশে তিনি যে আর্থিক সংস্কারের সূচনা করেছিলেন তার গভীরতা ব্যাপকভাবে স্বীকৃত।

দেশ তার নেতৃত্ব হারাবে, আমি তাঁর স্নেহ থকে বঞ্ছিত হব। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande