ফিরে দেখা ২০২৪, বিষয় : মৌলবাদী, বাংলাদেশি ও রোহিঙ্গা বিষয়ক
ফিরে দেখা ২০২৪, বিষয় : মৌলবাদী, বাংলাদেশি ও রোহিঙ্গা বিষয়ক
প্রতীকী ১


গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২২। বিদায়ী এক বছরে গোটা বিশ্ব তথা ভারতে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২২-এর ফ্ল্যাশব্যাকে মৌলবাদী, বাংলাদেশি ও রোহিঙ্গা বিষয়ক কয়েকটি, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার ...

ধর্মনগর (ত্রিপুরা), ৮ মার্চ (হি.স.) : এদিন সকাল আনুমানিক নয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তায় এক নাবালক, এক নাবালিকা ও এক মহিলা সহ চার রোহিঙ্গা আটক।

আগরতলা, ১৭ মার্চ (হি.স.) : আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপির হাতে ধৃত তিন রোহিঙ্গা।

গণ্ডাছড়া (ত্রিপুরা), ৪ মে (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা পুলিশের এসবি এবং ডিআইবি কর্মীদের হাতে উপজাতি জনপদে গ্রেফতার ১১ জন রোহিঙ্গা।

গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : গুয়াহাটি রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি সন্ত্রাসবাদী গ্রেফতার। ধৃত দুই বাংলাদেশি সন্ত্রাসবাদীকে বাহার মিয়াঁ এবং রাসেল মিয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে। তারা গুজরাট থেকে আসছিল, গন্তব্য ছিল শিলচর।

ধুবড়ি (অসম), ২৬ জুলাই (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত অসম-পশ্চিমবঙ্গ সীমান্তের পার্শ্ববর্তী ছাগলিয়ার খলিসামারি গ্রামে জনৈক গৃহস্থের বাড়িতে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রুস্তমনগরের প্রয়াত জাহাঙ্গির আলমের ছেলে বাবুল মিয়াঁর মৃত্যু।

ধুবড়ি (অসম), ৩০ জুলাই (হি.স.) : বৈদেশিক আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় প্রোটোকল মেনে ভারত ভূখণ্ডে নিহত বাংলাদেশি নাগরিক বাবুল মিয়াঁর মৃতদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ধুবড়ি জেলা প্রশাসন। ধুবড়ির গোলকগঞ্জে সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র সীমান্ত গেট দিয়ে বাবুলের মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত।

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : অসমের ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে এদিন ভোরের দিকে শিশু, মহিলা সহ আরও ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে পুলিশ ও বিএসএফ-এর যৌথবাহিনী।

আগরতলা, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : আগরতলা রেলস্টেশনে এক মহিলা সহ চার রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নাগরিক পুলিশের হাতে ধৃত।

গুয়াহাটি, ৫ অক্টোবর (হি.স.) : গোয়ালপাড়ায় মৌলবাদীদের বিরুদ্ধে এনআইএ (নিয়া)-এর অভিযানে গ্রেফতার জইশ-ই-মহম্মদ-এর সঙ্গে জড়িত ১০ জন।

গুয়াহাটি, ১২ নভেম্বর (হি.স.) : অসমের নগাঁও জেলার অন্তর্গত সামাগুড়িতে সন্ত্ৰাসী সংগঠন আল-কায়েদাকে অর্থায়নকারীর সন্ধানে অভিযান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির।

করিমগঞ্জ, (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : আসাম পুলিশ নয়জন (৯) অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

গুয়াহাটি, ১৮ ডিসেম্বর (হি.স.) : ১৭ এবং ১৮ ডিসেম্বর আসাম পুলিশের ‘অপারেশন প্রঘাত’ শীৰ্ষক অভিযানে অসম, পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে এক বাংলাদেশি সহ আট মৌলবাদী গ্রেফতার। গ্রেফতারকৃতরা মহম্মদ সাদ রাদি ওরফে মহম্মদ শাব শেখ (বাংলাদেশি নাগরিক, বৈধ ভ্রমণনথি ছাড়া কেরালায় অবস্থানকারী), পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, অসমের কোকরাঝাড় থেকে নুর ইসলাম মণ্ডল, আব্দুল করিম মণ্ডল, মজিবর রহমান ও হামিদুল ইসলাম এবং অসমের ধুবড়ি থেকে এনামুল হক।

গুয়াহাটি, ২২ ডিসেম্বর ২০২৪ (হি.স.) : গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে স্থানীয় জনতা দুই বাংলাদেশি নাগরিককে পাকড়াও করে পুলিশের কাছে হস্তান্তরিত। ধৃত বাংলাদেশিরা সিলেট জেলার বাসিন্দা।

গুয়াহাটি, ২৪ ডিসেম্বর (হি.স.) : অসমের কোকরাঝাড় জেলায় পৃথক দুই অভিযানে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর হাতে গ্রেফতার ‘গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন’ আনসারউল্লা বাংলা টিম (এবিটি)-এর দুই সদস্য আবদুল জাহের শেখ এবং সাব্বির মির্ধা। এর সঙ্গে উদ্ধার বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।

গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : ‘অপারেশন প্রঘাত’-এর বলে ধুবড়ি জেলায় অভিযান চালিয়ে ‘মোস্ট ওয়ান্টেড’ জিহাদি সাহিনুর ইসলামকে গ্রেফতার আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর। তার বসতঘর থেকে পুলিশ ‘নুরিলিজ্জা’ শীৰ্ষক ৮২৯ পৃষ্ঠার উর্দু বই, ৪৭ পৃষ্ঠার হাতে লেখা বই ‘জানা ওয়াহিদ’, একটি আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, একটি মোবাইল ফোন, অন্যান্য নথি সহ বেশ কয়েকটি অপরাধমূলক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande