রাজগঞ্জে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি বাড়ি
জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামাতপাদা এলাকায় আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বাড়ির মালিক নির্মল সিং জানান, তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকেন
Fire


জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামাতপাদা এলাকায় আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

বাড়ির মালিক নির্মল সিং জানান, তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকেন। তিনি পেশায় দিনমজুর। শুক্রবার পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। রাতে তার প্রতিবেশীরা তাকে জানায় তার বাড়িতে ব্যাপক আগুন লেগেছে। এরপর তিনি বাড়ি ফিরে আসেন। স্থানীয় লোকজন তা নেভানোর অনেক চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। আগুনে তাদের যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। বাসনপত্র, জামাকাপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তিনি স্থানীয় প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande