ফিরে দেখা ২০২৪, বিষয় : সড়ক ও অন্যান্য দুর্ঘটনা
ফিরে দেখা ২০২৪, বিষয় : সড়ক ও অন্যান্য দুর্ঘটনা
প্রতীকী


গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে চলে যাচ্ছে আরও একটি বছর, ২০২৪। বিদায়ী এক বছরে গোটা বিশ্ব তথা ভারতে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২৪-এর ফ্ল্যাশব্যাকে কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনার খবর তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার ...

দেড়গাঁও (অসম), ৩ জানুয়ারি(হি.স.) : অসমের গোলাঘাট জেলার অম্তৰ্গত দেড়গাঁওয়ের বালিজানে ৩৭ নম্বর জাতীয় সড়কে এক দুর্ঘটনায় শিশু-মহিলা সহ ১২ জনের মৃত্যু। আহত ৩৫ জন। হতাহতদের মধ্যে দুই পরিবারের মোট ৯ সদস্য।

শিলচর (অসম), ১৪ জানুয়ারি (হি.স.) : কাছাড়ের অসম-মণিপুর জাতীয় সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিনয়ভূষণ দত্ত (৬৪), বিরাজ দত্ত (২৪) এবং সিকন্দর আলি (৩৪)-র মৃত্যু। তাঁদের মধ্যে বিনয়ভূষণ এবং বিরাজ দত্ত বাবা ও ছেলে। তাঁদের বাড়ি পালইরবন্দ চা বাগানে। সিকন্দর আলির বাড়ি উজান তারাপুরে।

ইটানগর, ১৯ জানুয়ারি (হি.স.) : অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু সেপ্পা থানার ওসি পুলিশ ইন্সপেক্টর ৩৭ বছরের সোচি ডনের।

ইটানগর, ২০ জানুয়ারি (হি.স.) : অরুণাচল প্রদেশে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় তিনজনের। এদিন বিকালে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহতরা তিনসুকিয়ার মাকুম রোডে অবস্থিত রাজাপতি গ্যারেজের কর্মচারী।

ধেমাজি (অসম), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ধেমাজি জেলার অন্তর্গত শিলাপাথর থানাধীন শিলাসুঁতি এলাকায় ৫১৫ নম্বর জাতীয় সড়কে এদিন ভোরের দিকে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু। নিহতদের মধ্যে দুজন ভাই-বোন, আজা সুক্রাং (১৯) এবং জয়া সুক্রাং (২২)। অপর দুই নিহতের নাম দীনেশ পেগু এবং ভবকান্ত দলে।

আইজল, ১৪ এপ্রিল (হি.স.) : মিজোরামের আইজল জেলার অন্তর্গত সেলিং গ্রামে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় দুই মহিলা সহ তিনজনের মৃত্যু। ঘটনাস্থলে নিহতরা অটোচালক লালমিংথাঙ্গা (৬৮), লুহকিমি (৫২) এবং রোহলুপুই (৬৯)।

ধুবড়ি (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : অসমের ধুবড়িতে সড়ক দুর্ঘটনায় এক তরুণী সহ মৃত্যু গাড়ি চালক সাহিল আহমেদ, সহিদ খন্দকার এবং নূর আমিনের।

গোয়ালপাড়া (অসম), ১১ জুলাই (হি.স.) : গোয়ালপাড়ায় সংঘটিত নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু। নিহতরা যথাক্রমে মনজিৎ সাহা, জিৎ মালাকার, সুজন মালাকার, গৌরাঙ্গ মালাকার এবং উদয় সরকার।

পাথারকান্দি (অসম), ২৩ জুলাই (হি.স.) : ক‌রিমগ‌ঞ্জ জেলার অন্তর্গত নিলামবাজার থানাধীন বেড়াজা‌ল এলাকায় চার চাকার হোন্ডাই এবং একটি যাত্রীবাহী অটো রিকশার সংঘ‌র্ষে এক শিশু, তিন মহিলা সহ পাথারকা‌ন্দির ছয় বাসিন্দার মর্মা‌ন্তিক মৃত্যু । নিহতরা অটো চালক রুহুল আলম, গুলজার হো‌সেন, স্ত্রী বেদনা বেগম, শাশুড়ি, গুলজারের তিন বছরের শিশুপুত্র এবং আরও একজন।

শিলচর (অসম), ১১ নভেম্বর (হি.স.) : শিলচর-কালাইন এনইসি সড়কের রানিঘাটে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একই পরিবারের গৃহিণী, গৃহকর্তা, তাঁদের ছেলে ও মেয়ে সহ মোট পাঁচজনের মর্মান্তিক মৃত্যু। নিহতরা কালাইনের পার্শ্ববর্তী ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের হাতিরগড় ময়নারগ্রামের বাসিন্দা জাকির হোসেন (৫০), তাঁর স্ত্রী রেজিয়া বেগম (৪৫), তাঁদের মেয়ে রেহানা বেগম (২১), ছেলে আমির হোসেন (২৫) এবং অটোচালক তেহির হোসেন।

তিনসুকিয়া (অসম), ১২ নভেম্বর (হি.স.) : তিনসুকিয়ায় নির্মীয়মাণ কালভার্ট থেকে জল ভরতি নালায় গাড়ি পড়ে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের চার সদস্যের। এ ঘটনায় আহত গৃহিণী সহ দুজন।

ধুবড়ি (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তৰ্গত অসম-পশ্চিমবঙ্গ আন্তঃরাজ্য সীমান্তবর্তী আগমনিতে ট্রাক-চার চাকার গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু তিন যাত্ৰীর। আহত এক। নিহতরা যথাক্রমে ধনঞ্জয় রায়, বিকাশ কলিতা এবং রাম রায়। গুরুতরভাবে আহত খনিন্দ্র রায়।

নাহরলগুন (অরুণাচল প্রদেশ), ১৪ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের নাহরলাগুনে আদর্শ গ্রামে অবস্থিত সেন্ট আলফোনসা স্কুলের অভারহেড জলের ট্যাংক ধসে তিন ছাত্রের মৃত্যু ও আহত দুই ছাত্র। নিহতরা নবম শ্রেণি এবং আহতরা ষষ্ঠ ও অষ্টম শ্রেণির ছাত্র।

তিনসুকিয়া (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : তিনসুকিয়া আইন মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী চন্দ্ৰামতী আবাসনে ভয়ংকর অগ্নিকাণ্ডে চার মহিলা সহ জীবন্ত অগ্নিদগ্ধ সাতজন৷

শিলচর (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত বড়খলার রায়পুরে যাত্রীবাহী অল্টো কার বরাক নদীতে পড়ে মৃত্যু ১৩ মাসের কন্যাসন্তান জন্নতারা বেগম এবং তার মা হেলেনা বেগম বড়ভুইয়াঁর।

তিনসুকিয়া (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত কাকোপথারের নবজ্যোতি গ্রামে সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় এক মহিলা ও অরুণাচল প্ৰদেশ পুলিশের কনস্টেবল সহ ঘটনাস্থলে তিনজনের মৃত্যু।

(আরও অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande