রাজস্থানে নীল গরুকে বাঁচাতে গাড়ি উল্টে মৃত দুই, গুরুতর আহত একজন
পালি, ২৮ ডিসেম্বর(হি.স.) : নীল গরুকে বাঁচাতে গিয়ে শুক্রবার রাতে নানা থানার অন্তর্গত দোদনির কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, যার ফলে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, প্রীতেন সিং (৩২) এবং জিতেন
পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের দুই সদস্য


পালি, ২৮ ডিসেম্বর(হি.স.) : নীল গরুকে বাঁচাতে গিয়ে শুক্রবার রাতে নানা থানার অন্তর্গত দোদনির কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, যার ফলে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, প্রীতেন সিং (৩২) এবং জিতেন্দ্র সিং (৩০) ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত বিনোদ রাওকে সুমেরপুরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজন বন্ধু বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

জানা গেছে , জিতেন্দ্র সিং গাড়ি চালাচ্ছিলেন ,তিনি জালোর জেলা পরিষদে কর্মরত।শুক্রবার রাতে দোদনির কাছে নীল গরুকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande