ফিরে দেখা ২০২৪, বিষয় : প্রাকৃতিক দুর্যোগ
ফিরে দেখা ২০২৪, বিষয় : প্রাকৃতিক দুর্যোগ
প্রতীকী ১


গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে চলে গেল আরও একটি বছর, ২০২৪। বিদায়ী এক বছরে গোটা বিশ্ব তথা ভারতে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২৪-এর ফ্ল্যাশব্যাকে উত্তর-পূর্বাঞ্চলে সংঘটিত কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত খবর, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার ...

ইমফল, ৩ জানুয়ারি (হি.স.) : ভোররাত ১-টা ৩৬ মিনিটে ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের উখরুল জেলা ও পার্শ্ববর্তী এলাকা। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.০ ধরা পড়েছে।

গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : ৩.৬ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপে উঠেছে অসমের কারবি আংলং, ডিমা হাসাও, হোজাই, নগাঁও, মরিগাঁও, কাছাড়, করিমগঞ্জ জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চল।

গুয়াহাটি, ১৭ জানুয়ারি (হি.স.) : এদিন সকাল ০৭-টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে মৃদু ভূকম্পে কেঁপে উঠেছে গুয়াহাটি সহ দরং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.৫।

শিলং, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : মেঘালয়ের পূর্ব গারোপাহাড়ে বেলা ২:৩৭ মিনিটে ৩.৫ মাত্রার ভূমিকম্প।

গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : রাত ০৭টা ২৩ মিনিট ১৪ সেকেন্ডে ৩.৭ প্রাবল্যের মৃদু ভূকম্প অসমের রাজধানী গুয়াহাটি, মেঘালয়, ভূটান ও বাংলাদেশের একাংশ এলাকা।

ইমফল, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : সকাল ৯-টা ১০ মিনিট ৬ সেকেন্ডে মৃদু ভূকম্প মণিপুরের চূড়াচাঁদ জেলায়। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.২।

গুয়াহাটি, ৩০-৩১ মার্চ (হি.স.) : ঝড়ে বিধ্বস্ত অসম সহ পাৰ্শ্ববৰ্তী রাজ্য। ঝড়ে অসমে মৃত্যু চারজনের। ক্ষতিগ্রস্ত হয়েছে দশটি জেলা, তছনছ ৪৫টি গ্রাম।

কোহিমা, ১ মে (হি.স.) : এদিন সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলা থেকে ৯০ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৪.০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে।

হাফলং (অসম), ২ মে (হি.স.) : হিল সেকশনের নিউজাটিঙ্গা লামপুর ও নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী রেলওয়ে ট্র্যাক এবং ১১৭ কিলোমিটারের পাশে ১৪ নম্বর টানেল পাহাড় থেকে নেমে আসা জলমিশ্ৰিত ভূমিধসের কবলে পড়ায় ওই রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

ইটানগর, ৮ মে (হি.স.) : এদিন ভোর ০৪টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ড মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের লোয়ার সুবনশিরি জেলা। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.১।

আইজল, ২৮ মে (হি.স.) : ঘূর্ণিঝড় রেমাল, গত ৪৮ ঘণ্টার টানা ভারী বৃষ্টিপাতে বিধ্বস্ত মিজোরাম। এদিন সকাল প্রায় ছয়টা নাগাদ রাজধানী আইজলের পার্শ্ববর্তী মেলথুম এবং হ্লিমেন সীমান্তে একটি পাথর খাদান ধসে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০।

হাফলং (অসম), ২৮ মে (হি.স.) : রেমাল-এর জেরে ডিমা হাসাও জেলার অন্তর্গত লামডিং-বদরপুর পাহাড় লাইনের নিউহাফলং-জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী এলাকা এবং ১৪ নম্বর টানেলে পাহাড় থেকে নেমে আসা কাদাজলের স্ৰোতে রেলওয়ে ট্র্যাকের নীচের পাথর-মাটি ধুয়ে নিয়ে যাওয়ায় ওই রুটে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ।

গুয়াহাটি, ২৯ মে (হি.স.) : সন্ধ্যারাত ০৬টা ৪৩ মিনিট ২৬ সেকেন্ডে মায়ানমারে সংঘটিত ভূমিকম্পের ঝটকা অসমের গুয়াহাটি, মেঘালয়ের শিলং এবং মণিপুরের একাংশ। রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৬।

গুয়াহাটি, ২ জুন (হি.স.) : বেলা ০২টা ১৪ মিনিট ৫৭ সেকেন্ডে ৫.৫ তীব্ৰতার ভূমিকম্পে কেঁপেছে অসমের গুয়াহাটি, মেঘালয় এবং মণিপুরের একাংশ এলাকায়। এছাড়া মণিপুরেও এদিন ভোররাত ০২টা ৩৮ মিনিট ৫০ সেকেন্ডে ৩.৫ তীব্রতার ভূমিকম্প হয়েছে।

ইটানগর, ৯ জুন (হি.স.) : সকাল ১০:০৫টায় অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ৩.৮ মাত্রার মৃদু ভূমিকম্প।

গুয়াহাটি, ১৬ জুন (হি.স.) : মৃদু ভূমিকম্প মণিপুরের কাংপোকপি জেলায়। এদিন বেলা ০১-টা ২১ মিনিট ৫০ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ৩.৫ ধরা পড়েছে।

বদরপুর (অসম), ১৯ জুন (হি.স.) : মধ্যরাত (১৮ জুন) প্রায় ১২:৩০টায় অবিরাম বৃষ্টির জেরে টিলা ধসে মাটির নীচে চাপা পড়ে করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি) জেলার বদরপুর থানাধীন এংলারবাজার বেন্দারগুল গ্রামের একই পরিবারের গৃহকর্ত্রী ও চার শিশু সহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা আব্দুল ক‌রি‌মের স্ত্রী রাইমুন নেসা (৫৫), তাঁদের তিন মেয়ে সাহিদা খানম (১৮), জাহিদা খানম (১৬), হামিদা খানম (১১) এবং নাতি মেহেদি হাসান (৩)।

গুয়াহাটি, ৭ জুলাই (হি.স.) : ১৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত অসমে বন্যার জলে মৃত্যু ৭৮ জনের।

গুয়াহাটি, ১৪ আগস্ট (হি.স.) : সকাল ১০টা ৫৫ মিনিট ২২ সেকেন্ডে ৩.৭ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প মেঘালয়ের পূৰ্ব জয়ন্তিয়া পাহাড় জেলায়।

গুয়াহাটি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : বিকাল ০৪টা ৩০ মিনিট ৫২ সেকেন্ডে ৪.৩ মাত্ৰার ভূমিকম্প অসমের রাজধানী গুয়াহাটি, নগাঁও এবং পার্শ্ববর্তী অঞ্চলে।

তুরা (মেঘালয়), ৩ অক্টোবর (হি.স.) : মেঘালয়ের দক্ষিণ গারোপাহাড়ের গাসুয়াপাড়া হাতিয়াসিয়া সোংমা গ্রামের প্রত্যন্ত এলাকায় ভূমিধসে এক পরিবারের একটি দেড় বছরের শিশু, তিন নাবালক সাত সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ডালু এলাকায় মৃত্যু হয়েছে আরও সাতজনের। মোট নিহতের সংখ্যা ১৭।

তুরা (মেঘালয়), ৬ অক্টোবর (হি.স.) : মেঘালয়ের দক্ষিণ গারোপাহাড়ে এক পরিবারের সাত সহ ১০ জনের মৃত্যু। ৩ অক্টোবর থেকে অবিরাম ভারী বৃষ্টির দরুন ভয়াবহ বন্যার কবলে পড়ে গারোপাহাড় সহ পাঁচটি জেলা।

ইটানগর (অসম), ৯ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্ৰদেশের পাপুমপারে জেলার অন্তর্গত কার্সিং এলাকায় ভূমিধসে এক মহিলা সহ মৃত্যু হয়েছে চারজনের। এছাড়া ধসের নীচে চাপা পড়ে আহত হয়েছেন তিনজন। নিহতদের উৰ্মিলা বিশ্বাস, বিকাশ বিশ্বাস, মুকিবুর রহমান এবং জনৈক পল। আহত তিনজনকে আকাশ বিশ্বাস, রাকেশ বিশ্বাস এবং অরুণ আলি।

গুয়াহাটি, ১৩ অক্টোবর (হি.স.) : ৪.৬ মাত্রার ভূমিকম্প ভুটানের সীমান্তবৰ্তী অসমের ওদালগুড়ি জেলায়।

গুয়াহাটি, ১৯ ডিসেম্বর (হি.স.) : ৩.২ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এদিন বেলা ০১:২২:৫৪টায় সংঘটিত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande