গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : আসন্ন ইংরেজি নববর্ষে গোটা অসমে সড়ক দুর্ঘটনা রুখতে সুরাসক্ত গাড়ি চালকদের জন্য 'হটেস্ট নিউ ইয়ার ডিল' শীর্ষক এক ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর’ (এসওপি) জারি করেছে আসাম পুলিশ। এসওপিটি রসাত্মক হলেও এর মাধ্যমে মাতাল গাড়িচালকদের সংযত করা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মাতাল হয়ে গাড়ি চালানোকে নিরুৎসাহিত করতে গোটা রাজ্যে 'হটেস্ট নিউ ইয়ার ডিল' সম্পৰ্কে ব্যাপক প্রচারাভিযান শুরু করেছে পুলিশ। রসাত্মক প্রচারাভিযানের ট্যাগলাইন, ‘আসাম পুলিশের হটেস্ট নিউ ইয়ার ডিল : সাবধানে ড্রাইভ করুন, অনুশোচনা করবেন না, হাতকড়া বা হ্যাংওভার ছাড়া জাগুন’।
এতে আরও যোগ করা হয়েছে, ‘সীমিত সময়ের অফার : দায়িত্বশীল হওয়ার জন্য জিরো জেল টাইম! মদ পান করে গাড়ি চালাবেন না।’
রাজ্য জুড়ে পুলিশ অফিসাররা টহলের মাত্রা বাড়িয়ে ব্যাপক ব্রেথলাইজার পরীক্ষা করছেন। মদ্যপান করে গাড়ি চালানোর পরিণতি কী হতে পারে, সে সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।
এদিকে রাজ্য পুলিশের এই ব্যতিক্রমী প্রচারাভিযান সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে। অনেকে সৃজনশীল পদক্ষেপের জন্য পুলিশের প্রশংসা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস