গুয়াহাটি, ২৭ জানুয়ারি (হি.স.) : বিষয় শান্তিচুক্তি এবং উগ্রপন্থীদের সমাজের মূলস্রোতে প্রত্যাবর্তনের কযেকটি খবর।
মন (নাগাল্যান্ড), ৭ জানুয়ারি (হি.স.) : আসাম রাইফেলসের কাছে আগ্নেয়াস্ত্র সহ আত্মসমর্পণ নাগা ন্যাশনাল কাউন্সিলের সক্রিয় চার ক্যাডারের।
আগরতলা, ৭ জানুয়ারি (হি.স.) : ত্ৰিপুরার ধলাই জেলার অন্তর্গত চাউমানু এলাকায় বর্ডার আউট পোস্টে বিএসএফ-এর কাছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা-বিএম (এনএলএফটি-বিএম)-এর এক উগ্ৰপন্থীর আত্মসমর্পণ।
আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : আগ্নেয়াস্ত্ৰ সহ ত্ৰিপুরা পুলিশের কাছে আত্মসমর্পণ জঙ্গি সংগঠন ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা’ (এনএলএফটি)-র পিডি গ্রুপের পাঁচ ক্যাডার নেতাজয় রিয়াং (৩৩), মহেন্দ্র রিয়াং (৩৬), সুকুমার রিয়াং (২৭), কিরণজিৎ রিয়াং (২০) এবং বিষ্ণুরাম রিয়াং ২৬)-এর।
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উপস্থিতিতে নয়াদিল্লিতে কেন্দ্ৰীয় ও ত্রিপুরা সরকার এবং দুটি জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ)-এর মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত।
(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস