কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার সন্তোষ কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি হচ্ছে ওড়িশার। শক্তির বিচারে বাংলা ওড়িশার চেয়ে অনেক এগিয়ে।
সন্তোষ ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল বাংলা। সন্তোষ ট্রফিতে ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। এবারের সন্তোষ ট্রফিতে গ্রুপ স্টেজে দুর্দান্ত পারফরম্যান্স করে গ্রুপ ‘এ’-এ শীর্ষ স্থান দখল করেছে। বাংলা মোট ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত তারা ২০টি গোল করেছে এবং মাত্র একটি গোলটি হজম করেছে বাংলা।
অন্য দিকে, ওড়িশা গ্রুপ বি থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে। কোয়ার্টার ফাইনালে উঠে আসার পথে ওড়িশা শুধু একটিই জয় পেয়েছে, তা হল গোয়ার বিরুদ্ধে। তবে, কৌশলগত দিক থেকে ওড়িশা শক্তিশালী দল হিসেবে পরিচিত। ওড়িশার দলের তারকা খেলোয়াড় কর্তিক হন্তাল, যিনি ইতিমধ্যে ৫টি গোল করেছেন, এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারেন।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলা-ওড়িশার মধ্যে এখনও পর্যন্ত সন্তোষ ট্রফিতে চারবার মুখোমুখি হয়েছে, এবং সেগুলোর সবগুলোই জিতেছে বাংলা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি