হায়দ্রাবাদ, ২৬ ডিসেম্বর (হি. স.) ৭৮ তম সন্তোষ ট্রফি ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে বাংলা। ৩-১ গোলের ব্যবধানে ওড়িশাকে হারিয়েছে। বৃহস্পতিবার যদিও ওড়িশা ওই খেলায় বাংলাকে প্রথম ১-০ গোল দেয়। গোলদাতা রাকেশ ওরাঁও। বিকাশ কুমার সাহু এর কর্ণার কিক থেকে হেড দিয়ে গোল করে যায় রাকেশ। বাংলা'কে পঁচিশ মিনিটে সে গোল দিয়েছে। প্রথম গোলে বাংলা পিছিয়ে পড়ে। কোচ সঞ্জয় সেন এর চোখ খুলে যায়। স্ট্রাটেজি বদল করতে উদ্যোগী বাংলা কোচ এর সুফল ও পেয়েছেন তিনি। তবে সমতা ফেরাতে তৎপর বাংলা দল ও প্রথমার্ধেই তা ১-১ করেছে। ডান পায়ে জয়সূচক গোল করে ফরোয়ার্ড নরহরি শ্রেষ্ঠা। এদিকে, সমতা ফিরতেই খেলার চেহারা বদলে যায়। দ্বিতীয়ার্ধের খেলায় বল দখলের কৌশলে বেকায়দায় পড়ে ওড়িশা ও পরপর একজোড়া গোল হজম করে। রবি হাঁসদার ৭৭ মিনিটে হাফ বক্সের মাথা থেকে বাঁ পায়ের ভলিতেই জাদু। নরহরি শ্রেষ্ঠা হেড করে বল নামিয়ে দেয়। ব্যবধান বেড়ে হয় ২-১ গোল। ইনজুরি টাইমে তৃতীয় গোলটি। বদলি খেলোয়াড় মনোতোষ মাজি শেষ মুহূর্তে গোল করে ৩-০ জয়ের ব্যবধান বাড়িয়ে দিতে সমর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বাংলা দল জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, ওড়িশার এই হার। সেইসঙ্গে রবি হাঁসদার নবম গোল সন্তোষ ট্রফিতে রেকর্ড হল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত