ভারত-অস্ট্রেলিয়া ৪র্থ টেস্ট: তিন বছরে প্রথমবার টেস্টে জাসপ্রিত বুমরাহর বলে ছক্কা কনস্টাসের
মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (হি.স.): ব্যাটাররা জাসপ্রিত বুমরাহকে প্রায়ই খেলতে পারে না , বিশেষ করে টেস্টে। যাইহোক, বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ান টেস্ট ডেব্যুট্যান্ট স্যাম কনস্টাস একটি অসাধারণ নক খেলেন যার মধ্যে বুমরাহের বিরুদ্ধে ছক্কা মারা অন্তর্ভুক্ত ছিল যা
ভারত-অস্ট্রেলিয়া ৪র্থ টেস্ট: তিন বছরের মধ্যে প্রথমবারের মতো টেস্টে জাসপ্রিত বুমরাহ বলে ছক্কা মারলেন কনস্টাস


মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (হি.স.): ব্যাটাররা জাসপ্রিত বুমরাহকে প্রায়ই খেলতে পারে না , বিশেষ করে টেস্টে। যাইহোক, বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ান টেস্ট ডেব্যুট্যান্ট স্যাম কনস্টাস একটি অসাধারণ নক খেলেন যার মধ্যে বুমরাহের বিরুদ্ধে ছক্কা মারা অন্তর্ভুক্ত ছিল যা তিন বছরের মধ্যে প্রথমবার।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের সপ্তম ওভারের সময়, কনস্টাস রিভার্স বুমরাহকে সর্বোচ্চ ডিপ থার্ডের ওপরে তুলে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এর আগে, বুমরাহকে শেষবার ছক্কা মেরেছিলেন ৭ জানুয়ারি, ২০২১, সিডনিতে অস্ট্রেলিয়ারই ক্যামেরন গ্রিন।

৬৫ বলে ৬০ রানের ইনিংসের সময় ১৯ বছর বয়সী কনস্টাস দুটি ছক্কা মেরেছিলেন - উভয়ই বুমরাহের বিপক্ষে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande