আবাসিক হোটেল মালিকদের নিয়ে বৈঠক 
ক্যানিং, ২৬ ডিসেম্বর (হি. স.) : সম্প্রতি ক্যানিং এলাকা থেকে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহেরিক-উল-মুজাহিদিনের সক্রিয় সদস্য জাভেদ মুন্সি। ঢালি পাড়া এলাকায় নিজের এক নিকট আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। এর আগেও একাধিকবার ক্যানিংয়ে এসেছি
আবাসিক হোটেল মালিকদের নিয়ে বৈঠক 


ক্যানিং, ২৬ ডিসেম্বর (হি. স.) : সম্প্রতি ক্যানিং এলাকা থেকে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহেরিক-উল-মুজাহিদিনের সক্রিয় সদস্য জাভেদ মুন্সি। ঢালি পাড়া এলাকায় নিজের এক নিকট আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। এর আগেও একাধিকবার ক্যানিংয়ে এসেছিলেন জাভেদ। ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। ক্যানিংকে কার্যত ঘাঁটি করে সুন্দরবনের আন্তর্জাতিক জলসীমার করিডোর ব্যবহার করার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠনগুলি। আর তাই এবার প্রশাসন অনেক বেশি সক্রিয় হয়েছে। একদিকে যেমন সুন্দরবনের নদীপথ গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে, তেমনি ক্যানিং এলাকায় যেসব আবাসিক হোটেল, লজ রয়েছে, সেগুলিকেও নজরদারির মধ্যে রাখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে তাই ক্যানিং এলাকার সমস্ত হোটেল, লজ মালিকদের সাথে নিয়ে বিশেষ বৈঠক করেন ক্যানিং থানার আই সি সৌগত ঘোষ। সন্দেহভাজন কাউকেই ঘর ভাড়া নিতে দেখলে পুলিশকে দ্রুত জানানোর নির্দেশের পাশাপাশি সকলের যথার্থ পরিচয় পত্র দেখে তবেই তাঁদেরকে ঘর ভাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি হোটেল ও লজে পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল মালিক পিন্টু নায়েক বলেন, “ নিরাপত্তার জন্য আমাদের বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি পালন করে প্রশাসনকে সহযোগিতা করাই আমাদের কাজ।”

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande