পাথারকান্দি (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : বাল দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের কৃষ্টি-সংস্কৃতি ও ধর্মকে যথাযথ সম্মান জানিয়ে, প্রয়োজনে দেশমাতৃকার জন্য নিজেকে আত্মবলিদান দিতেও আমরা যেন কখনও পিছপা না-হই, তার প্রতি নজর দিতে আহ্বান জানিয়েছেন রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
আজ বৃহস্পতিবার নিজের নির্বাচনী ক্ষেত্রের পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে বাল দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দলীয় কর্মীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন মন্ত্রী। কৃষ্ণেন্দু বলেন, ভারতবর্ষ বিভিন্ন জাতি ও ভাষাগোষ্ঠীয় মানুষজনদের মিলনভূমি হলেও আমাদের পরিচয় কিন্তু একটাই, আমরা ভারতমাতার সন্তান। আগামী ২০৪৭-এর মধ্যে ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে বসানোর যে স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে দেশের হিতে সবাইকে কাজ করার জোরালো আবেদন জানিয়েছেন তিনি।
মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং অসমকে একটি সুন্দর উন্নতমানের রাজ্য গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বিভিন্ন জাতি ও ভাষাগোষ্ঠীর সংমিশ্রণে অসমকে উন্নত একটি রাজ্য হিসেবে গড়তে তিনি ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
বাল দিবস-এর প্রাসঙ্গ টেনে তিনি বলেন, প্রাচীনকালে মোঘলদের লাগাতার অত্যাচার, ধর্মান্তরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গুরু গোবিন্দ সিঙেয়ের মতো বীরেরা। নিজেদের কৃষ্টি-সংস্কৃতি বজায় রাখতে স্বীকার করেছেন অনেক ত্যাগ। দিয়েছেন আত্মবলিদানও। তাই আজকের দিনে এ ধরনের ব্যক্তিত্বের জীবনী অধ্যয়নের জন্য তিনি উপস্থিত দলীয় কার্যকর্তা ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মণ্ডল কার্যালয়ে গুরু গোবিন্দ সিঙের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির প্রাসঙ্গিকতা নিয়ে নাতিদীর্ঘ বক্তব্য পেশ করেঠেন। অনুষ্ঠানে মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা সহ দলের স্থানীয় বিভিন্ন পদমর্যাদার কার্যকর্তা, তৃণমূলস্তরের কর্মকর্তা এবং বহু বিজেপি-সমর্থক উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস