“দেশের অর্থনীতির নতুন যুগের সূচনাকারী”, ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক কুণালের
কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল সংসদ অধিবেশনে প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে দেওয়া ছবি-সহ শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “ডঃ মনমোহন সিং প্রয়াত। তিনি শুধু দেশের প্রধানমন্ত্রীই ছিলে
“দেশের অর্থনীতির নতুন যুগের সূচনাকারী”, ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক কুণালের


কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণাল সংসদ অধিবেশনে প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে দেওয়া ছবি-সহ শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “ডঃ মনমোহন সিং প্রয়াত। তিনি শুধু দেশের প্রধানমন্ত্রীই ছিলেন না, তিনি দেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সন্তান। নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে উদারনীতি, সময়োপযোগী সংস্কারের পথপ্রদর্শক। দেশের অর্থনীতির নতুন যুগের সূচনাকারী।

পরে ২০০৪-২০১৪, দশ বছরের প্রধানমন্ত্রী। পন্ডিত, বিনয়ী, আপাদমস্তক ভদ্রলোক, মিতভাষী মানুষটিকে তাঁর দল প্রয়োজনে সামনে এনেছিল; কিন্তু শেষ পর্যন্ত প্রাপ্য সম্মান যথাযথভাবে দিয়েছিল কি না, বিতর্ক থাকবেই। ডঃ সিংয়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা। আজকের রাজনীতিতে বিরলের মধ্যে বিরলতম মানুষটির মূল্যায়নের কাজ আশা করি আগামী দিনে হবে।”

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande