যুব শক্তি সর্বদা ভারতের অগ্রগতিতে বড় ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): ভারতীয় গণতন্ত্রের বিশালতা গুরুদের শিক্ষার উপর নির্ভরশীল। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারতীয় গণতন্ত্রের বিশালতা গুরুদের শিক্ষার উপর নির্ভরশীল, সাহেবজাদাদের আত্মত্যাগ এবং দেশের ঐক্য
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): ভারতীয় গণতন্ত্রের বিশালতা গুরুদের শিক্ষার উপর নির্ভরশীল। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারতীয় গণতন্ত্রের বিশালতা গুরুদের শিক্ষার উপর নির্ভরশীল, সাহেবজাদাদের আত্মত্যাগ এবং দেশের ঐক্যের মূল মন্ত্র।

বৃহস্পতিবার নতুন দিল্লির ভারত মন্ডপমে বীর বাল দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরু পরম্পরা সকলকে সমান শ্রদ্ধার সাথে দেখতে শিখিয়েছে এবং সংবিধানও আমাদের একই চিন্তায় অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সাহসী সাহেবজাদাদের জীবন মানুষকে শেখায় দেশের অখণ্ডতা ও ধারণার সঙ্গে আপস না করতে। তিনি বলেন, সংবিধান জনগণকে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সর্বাগ্রে রাখার নীতি দেয়। প্রধানমন্ত্রী বলেন, সাহেবজাদা জোরওয়ার সিং এবং সাহেবজাদা ফতেহ সিং খুব ছোট ছিলেন, কিন্তু তাদের সাহস ছিল আকাশের চেয়েও উঁচু। তিনি বলেন, বীর বাল দিবসের এই দিনটি শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, দেশ ও স্বার্থের চেয়ে বড় কিছু নয়। অতীত থেকে বর্তমান পর্যন্ত, যুব শক্তি সবসময় ভারতের অগ্রগতিতে একটি বড় ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে একবিংশ শতাব্দীর গণ-আন্দোলন, প্রতিটি বিপ্লবে ভারতের তরুণরা অবদান রেখেছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande