রায়পুর, ২৬ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত ২৭ থেকে ৩১ ডিসেম্বর ছত্তিশগড়ে সফর করবেন। সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে তিনি রায়পুরে কার্যকর্তা ও বরিষ্ঠ পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
সংঘের এক পদাধিকারী জানিয়েছেন, ড. মোহন ভাগবত তাঁর সফরকালে বিভিন্ন বিষয়-ভিত্তিক বৈঠকে সাংগঠনিক কাজ নিয়ে আলোচনা করবেন। ড. মোহন ভাগবতের এই বৈঠকে কার্যবিস্তার এবং কার্যকর্তা ও স্বয়ংসেবকদের গুণগত বিকাশ নিয়ে বিশেষভাবে আলোচনা হবে। শতবর্ষে প্রতিটি গ্রাম ও শহরাঞ্চলে শাখার মাধ্যমে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে সংঘ। ছত্তিশগড়ে সংঘের কাজকে সর্বব্যাপী এবং সর্বাত্মক করে তোলার ক্ষেত্রে সরসঙ্ঘচালকের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষে প্রবেশ করছে। এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ড. মোহন ভাগবত সফর করছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ