নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকে শুরু করে দেশের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী ছিলেন। ডঃ মনমোহন সিং দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শোকের এই মুহূর্তে আমি তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। গুরু জি তাঁর আত্মার শান্তি দান করুন, তাঁর পরিবারের সদস্যদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।”
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত