নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী তাঁদের সাতটি ছবি-সহ শুক্রবার দুটি এক্সবার্তায় লিখেছেন, “ভারত তার অন্যতম বিশিষ্ট নেতা ডঃ মনমোহন সিং জি-এর মৃত্যুতে শোকাহত। নম্র উৎস থেকে উঠে তিনি একজন সম্মানিত অর্থনীতিবিদ হয়ে ওঠেন। তিনি অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন, যা বছরের পর বছর ধরে আমাদের অর্থনৈতিক নীতিতে একটি শক্তিশালী ছাপ রেখে গেছে। সংসদে তাঁর হস্তক্ষেপও ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ।
আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন। ডঃ মনমোহন সিং জি এবং আমি নিয়মিত যোগাযোগ করতাম। তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম। শাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের অনেক আলোচনা হবে। তাঁর প্রজ্ঞা ও নম্রতা সর্বদা দৃশ্যমান ছিল। এই শোকের মুহুর্তে, আমার চিন্তাভাবনা ডঃ মনমোহন সিং জির পরিবার, তাঁর বন্ধু এবং অগণিত ভক্তদের সাথে। ওম শান্তি।”
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত