নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): বিগত মাস থেকেই দিল্লির বাতাসের গুণমান ক্রমশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবারও তার ব্যতিক্রম হলো না। দূষণে জেরবার দিল্লির বাসিন্দারা। এদিন সকালে রাজধানীর কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তবে তাতে বাতাসের গুণগতমানের বিশেষ কিছু উন্নতি হয়নি।
শুক্রবার সকালেও কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির একাধিক এলাকা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জাতীয় রাজধানীর বাসিন্দারা। এদিন সকালে দিল্লির তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ