প্রত্যেক জেলায় শপিং মল এবং সিনেমা হল তৈরির ঘোষণা মমতার
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.) : রাজ্যের সব জেলায় একটি করে শপিং মল হবে, যেখানে সিনেমা হল থাকবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, “কলকাতায় যেমন শপিং মল রয়েছে, প্রত্যেক জেলার সদর দফতরেও একটি করে শপিং মল ত
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.) : রাজ্যের সব জেলায় একটি করে শপিং মল হবে, যেখানে সিনেমা হল থাকবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা জানান, “কলকাতায় যেমন শপিং মল রয়েছে, প্রত্যেক জেলার সদর দফতরেও একটি করে শপিং মল তৈরি করা হবে। এর জমি সরকার বিনামূল্যে দেবে। টেন্ডারের মাধ্যমে এক একর করে দেওয়া হবে, ফ্র্যাঞ্চাইজি হবে। আমাদের লক্ষ্য, প্রথম দু'টো তল স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী, শিল্পীদের দিতে হবে। মেলা ছাড়া সারা বছর জিনিস বিক্রির জায়গা পায় না ওরা। তাঁদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত।

মুখ্যমন্ত্রী বলেন, বাকি ফ্লোর গুলিতে সিনেমা হল, ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ করা যেতে পারে। শহরের মলগুলির মতো সেখানেও নানা ব্র্যান্ডের জামাকাপড়, জিনিপত্র বিক্রি করা যাবে। জেলার অনেকেই সিনেমা দেখতে ভালবাসেন। কিন্তু তাঁদের হল নেই। টলিউডও এতে উপকৃত হবে।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande