শিলিগুড়িতে ওষুধের ব্যবসার আড়ালে মাদকের রমরমা কারবারের পর্দা ফাঁস
শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর (হি. স.) : ওষুধের ব্যবসার আড়ালে চলছিল মাদকের রমরমা কারবার। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির সমর নগর এলাকায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে এই কারবারের পর্দা ফাঁস হয়। উদ্ধার হয় প্রচুর কাফ সিরাপ এবং নেশা
শিলিগুড়িতে ওষুধের ব্যবসার আড়ালে মাদকের রমরমা কারবারের পর্দা ফাঁস


শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর (হি. স.) : ওষুধের ব্যবসার আড়ালে চলছিল মাদকের রমরমা কারবার। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির সমর নগর এলাকায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে এই কারবারের পর্দা ফাঁস হয়। উদ্ধার হয় প্রচুর কাফ সিরাপ এবং নেশা জাতীয় ওষুধ।

জানা গিয়েছে, বিভিন্ন ডেরায় পৌঁছোনোর জন্যই ওই কাফ সিরাপ এবং নেশার ওষুধ মজুত রাখা হয়েছিল। এদিন ওষুধের দোকানের মালিকের বাড়িতে হানা দেয় পুলিশ। পাওয়া যায় প্রায় ৩০ কার্টুন কাফ সিরাপ এবং প্রচুর নিষিদ্ধ ক্যাপসুল। ওই ৩০টি কার্টুনে ছিল সাড়ে ৪ হাজার কাফ সিরাপের বোতল। উদ্ধার হওয়া ক্যাপসুলের সংখ্যা প্রায় ৫ হাজার। যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই ঘটনায় অর্জুন সরকার নামে ওই ওষুধের দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande