আগরতলা, ২৬ ডিসেম্বর (হি.স.): আজ থেকে ১০০ বছর পূর্বে ১৯২৪ সালের ২৬ ডিসেম্বর কর্নাটকের বেলগাম জেলায় ভারতের জাতীয় কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধী। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বৃহস্পতিবার ভারতবর্ষের কংগ্রেস দল সন্মানের সঙ্গে দিনটিকে পালন করছে। শতবর্ষপূর্ণ এই দিনটিকে সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন গান্ধীঘাটে গিয়ে গান্ধীজির সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রদেশ কংগ্রেসে নেতৃত্বরা।
শতবর্ষ পূর্ণ এই দিনটিকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এদিন জাতীয় পতাকা ও দলীয় পতাকা সহ সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। কিন্তু অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ।
প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, ১৯২৪ সালে ২৬ ডিসেম্বর বেলগ্রাম সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথমবার সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। উনার মূল মন্ত্র ছিল অহিংসা এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। এর জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন। কিন্তু দেশে ও রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পিছিয়ে পড়া মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই সংবিধান সংশোধনের পথে হাঁটছে সরকার। তাই আম্বেদকরের বিরুদ্ধে বিজেপি ঘৃনার পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করে বিরূপ ধারণা দিচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ