মনমোহন সিংয়ের বাসভবনে গিয়ে শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতির 
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে দিল্লির ৩ মতিলাল নেহেরু রোডে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান৷ রাষ্ট্রপতির সোশ্যাল মিডিয়ায় এদিন জানানো হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর
মনমোহন সিংয়ের বাসভবনে গিয়ে শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে দিল্লির ৩ মতিলাল নেহেরু রোডে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান৷ রাষ্ট্রপতির সোশ্যাল মিডিয়ায় এদিন জানানো হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর বাসভবনে যান এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তিনি ড. মনমোহন সিংয়ের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির সোশ্যাল মিডিয়ায় আগেই শোকবার্তা জানানো হয়েছিল। তাতে তিনি লিখেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি পড়াশোনা এবং প্রশাসনের জগতে সমান স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছিলেন। সরকারিভাবে তাঁর ভূমিকা ছিল বিভিন্ন রকম। তিনি ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। জাতির সেবা, নিখুঁত রাজনৈতিক জীবন এবং পরম বিনয়ের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চলে যাওয়া আমাদের সবার জন্য এক বিরাট ক্ষতি। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পুত্রদের অন্যতম। তাঁকে আমি শ্রদ্ধা জানাই। আমার আন্তরিক সমবেদনা রইল তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি।

উল্লেখ্য, দিল্লির এইমস-এ প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে এইমস-এ নিয়ে আসা হয়েছিল মনমোহন সিংকে, চিকিৎসকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। এইমস-এ চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। এইমস-এর পক্ষ থেকে জানানো হয়, গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি বার্ধ্যকজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাড়িতে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন। রাত ৮.০৬ মিনিট নাগাদ তাঁকে নতুন দিল্লির এইমস-এ মেডিকেল ইমার্জেন্সিতে আনা হয়েছিল। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি এবং রাত ৯.৫১ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande