মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সীতারামন শোকবার্তার সঙ্গে তাঁর ও ডঃ মনমোহন সিংয়ের একটি ছবিও শেয়ার করেছেন। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকা
মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর


নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সীতারামন শোকবার্তার সঙ্গে তাঁর ও ডঃ মনমোহন সিংয়ের একটি ছবিও শেয়ার করেছেন।

মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আর নেই। তিনি আরবিআই-এর গভর্নর এবং ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালের ভারতীয় অর্থনীতির উদারীকরণ করেছিলেন। তিনি মৃদুভাষী ছিলেন। সকলের কাছে ছিলেন শ্রদ্ধার ব্যক্তি। তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাই।

উল্লেখ্য, দিল্লির এইমস-এ প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে এইমস-এ নিয়ে আসা হয়েছিল মনমোহন সিংকে, চিকিৎসকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। এইমস-এ চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। এইমস-এর পক্ষ থেকে জানানো হয়, গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি বার্ধ্যকজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাড়িতে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন। রাত ৮.০৬ মিনিট নাগাদ তাঁকে নতুন দিল্লির এইমস-এ মেডিকেল ইমার্জেন্সিতে আনা হয়েছিল। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি এবং রাত ৯.৫১ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande