নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে শুক্রবার দিল্লির ৩ মতিলাল নেহেরু রোডে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৷
জানা গেছে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী ডঃ সুদেশ ধনখড় শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-কে দিল্লিতে তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানান। তাঁরা ডঃ সিং-এর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দেশের প্রতি তাঁর অমূল্য অবদানের কথাও উল্লেখ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
উল্লেখ্য, দিল্লির এইমস-এ প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে এইমস-এ নিয়ে আসা হয়েছিল মনমোহন সিংকে, চিকিৎসকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। এইমস-এ চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। এইমস-এর পক্ষ থেকে জানানো হয়, গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি বার্ধ্যকজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাড়িতে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন। রাত ৮.০৬ মিনিট নাগাদ তাঁকে নতুন দিল্লির এইমস-এ মেডিকেল ইমার্জেন্সিতে আনা হয়েছিল। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি এবং রাত ৯.৫১ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ