শিমলা, ২৭ ডিসেম্বর (হি.স.): তুষারপাত হিমাচল প্রদেশে। বিগত রাত থেকে এই রাজ্যের পাহাড়ি এলাকায় তুষারপাত হচ্ছে। একইসঙ্গে শুক্রবার সকাল থেকে রাজধানী শিমলা সংলগ্ন পর্যটনকেন্দ্র কুফরিতেও তুষারপাত শুরু হয়েছে।
ডিসেম্বরে এই রাজ্যের পাহাড়ি এলাকায় চলতি মরসুমের এটি তৃতীয় তুষারপাত। এর আগে ৮ ডিসেম্বর এবং ২৩-২৪ ডিসেম্বরও তুষারপাত হয়েছিল। পাহাড়ি এলাকায়, বিশেষ করে শিমলা, কুলু, লাহৌল স্পিতি, কিন্নর, মান্ডি এবং চাম্বা জেলার উপরের দিকে ধারাবাহিক তুষারপাত হচ্ছে। বরফে ঢাকা পড়েছে বহু রাস্তা। সেই বরফ সরাতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। মন্থর ট্রাফিক। রাস্তায় বাড়ছে গাড়ির ভিড়। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের মতে, শুক্রবার সকাল পর্যন্ত রাজ্য জুড়ে তিনটি জাতীয় সড়ক এবং ১০১টি রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
উল্লেখ্য, বড়দিন ও ইংরেজি নববর্ষ পালনের জন্য প্রচুর পর্যটক এসেছেন শিমলায়। কার্যত পর্যটকদের ঢল নেমেছে শিমলা, কুলু, মানালিতে। সঙ্গে পাল্লা দিয়ে ভারী তুষারপাত চলছে প্রায় গোটা হিমাচল প্রদেশজুড়ে। জাঁকিয়ে পড়েছে শীতও। মনোরম পরিবেশে খুশি পর্যটকরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ