প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লিতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
রাঁচি ,২৮ ডিসেম্বর(হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেন এবং মন্ত্রী দীপিকা পান্ডে সিং শনিবার দিল্লিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ড. সিং-এর মরদেহে পুষ্পার্ঘ্য
মুখ্যমন্ত্রী এবং অন্যান্যদের ছবি


রাঁচি ,২৮ ডিসেম্বর(হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেন এবং মন্ত্রী দীপিকা পান্ডে সিং শনিবার দিল্লিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ড. সিং-এর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন , ড. মনমোহন সিং-এর প্রয়াণে দেশ এক মহান সন্তানকে হারাল। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি প্রদান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই দুঃখ সহ্য করার শক্তি প্রদান করুন।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande