কেরলে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু পাঁচ ডাক্তারি পড়ুয়ার, আহত দু'জন
আলাপ্পুঝা, ৩ ডিসেম্বর (হি.স.): কেরলে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ ডাক্তারি পড়ুয়ার। সোমবার রাতে কেরলের আলাপ্পুঝা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। একটি সরকারি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা পাঁচ পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় চিকিৎ
Accident


আলাপ্পুঝা, ৩ ডিসেম্বর (হি.স.): কেরলে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ ডাক্তারি পড়ুয়ার। সোমবার রাতে কেরলের আলাপ্পুঝা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। একটি সরকারি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা পাঁচ পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দু’জন।

পুলিশ জানিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন সাত জন ডাক্তারি পড়ুয়া। রাস্তায় যানজট কম থাকায় বেপরোয়া গতিতে গাড়ি ছোটাচ্ছিলেন তাঁরা। তখনই হঠাৎ একটি সরকারি বাসের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পড়ুয়ার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দু’জনের। বাকি দুই ছাত্র গুরুতর আহত অবস্থায় আলাপ্পুঝা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande