সুখবীরের ওপর হামলায় উদ্বিগ্ন মনীশ, তদন্তের দাবি জানালেন কংগ্রেস নেতা
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে শিরোমণি অকালি দলের অন্যতম প্রধান নেতা সুখবীর সিং বাদলের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিক
মনীশ তিওয়ারি


নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে শিরোমণি অকালি দলের অন্যতম প্রধান নেতা সুখবীর সিং বাদলের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনীশ তিওয়ারি বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। শ্রী অকাল তখত সাহিব শিখদের সবচেয়ে বড় ধর্মীয় স্থান এবং সুখবীর সিং বাদলকে আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয়। তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

উল্লেখ্য, বুধবার সকালে শিরোমণি অকালি দলের অন্যতম প্রধান নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালায় এক হামলাকারী। অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে ঘটনাটি ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর। গুলি তাঁর গায়ে লাগেনি। উপস্থিত লোকজন হামলাকারীকে ধরেও ফেলেছেন।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande